ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
বরিশালে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক 

বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ইমরান শিকদার (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-আট সদস্যরা। 

সোমবার (০৫ ফেব্রুয়ারি) ভোরে কাউনিয়া থানাধীন মোরগখোলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ইমরান নগরের নবগ্রাম রোডস্থ সোনামিয়ার পুল সংলগ্ন এলাকার মোস্তফা সিকাদারের ছেলে।

 

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।  আটক ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮ 
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।