ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিংগাইরে কোচিং সেন্টারের ২ শিক্ষক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
সিংগাইরে কোচিং সেন্টারের ২ শিক্ষক আটক ফ্রেন্ডস কোচিং সেন্টারে ভর্তির লিফলেট/ছবি: সংগৃহিত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল ফোনে প্রশ্ন ও বই নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঘোরাফেরার দায়ে কোচিং সেন্টারের দুই শিক্ষককে আটক করে থানায় সোপর্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক শিক্ষকরা হলেন- সিংগাইর উপজেলার গোলড়া এলাকার হুমায়ন কবিরের ছেলে রুবেল হোসেন ও একই উপজেলার সানাইল এলাকার ফরহাদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম।

রুবেল হোসেন সরকারি দেবেন্দ্র কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে এবং একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শরিফুল রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা এলাকার ফ্রেন্ডস কোচিং সেন্টারের শিক্ষক তারা।

ফ্রেন্ডস কোচিং সেন্টারের পরিচালক মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, কোচিং সেন্টারে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। তিনিসহ মোট ৫ জন শিক্ষক রয়েছে। এদের মধ্যে রুবেল ও শরিফুল ইসলাম ইংরেজি বিষয়ে পড়াতেন। তবে প্রশ্নসহ তাদের আটকের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. যুবায়ের হোসেন জানান, সকালে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে তার দুইজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলো। পরে তাদের তল্লাশি করে গাইড বই ও স্মার্ট ফোন জব্দ করা হয়।

এ সময় জব্দ করা মোবাইল ফোনে ইংরেজি পরীক্ষার প্রশ্ন পাওয়া যায়। পরে তাদের সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ইউএনও।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।