ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে মারধর

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে মারধর বরগুনা

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদ্রাসা ক্যাম্পাসের মধ্যে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে চড়-থাপ্পড় দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এক বখাটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোমবার (৫ ফেরুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের একটি মাদ্রাসায় এ কাণ্ড ঘটায় মো. শাকিল আহমেদ (২২) নামে ওই বখাটে। সে চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে।

ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, বখাটে শাকিল অনেক আগ থেকেই মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। মেয়েটি প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোমবার সকালে ক্যাম্পাসে প্রবেশ করার পর শাকিল তাকে চড়-থাপ্পড় দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় মাদ্রাসার শিক্ষার্থীরা ধাওয়া করলে শাকিল পালিয়ে যায়।

পাথরঘাটা থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, মেয়েটির দাদা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।