ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
চৌদ্দগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় হানিফ মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

হানিফ মিয়া চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের উত্তর বাবুর্চি এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। আহতের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের শহীদপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনজুরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নে একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। আহত হয় আরো একজন।

ঘটনার পরপরই ট্রাকটি ফেলে পালিয়ে গেছে চালক। ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান মনজুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।