ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান মাসুদ (৫০)  নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাবিবুর মুরাদনগর উপজেলার টনকি গ্রামের আবদুল রাজ্জাকের ছেলে।

তিনি কুমিল্লার  দেবিদ্বার  পৌর এলাকার মোহনা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন।  

স্থানীয় সূত্র জানায়, নিজ ঘরের পানির মটরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় হাবিবুর। পরে স্থানীয়রা দ্রুত তাকে  উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) শওকত আব্দুল্লাহ মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।