ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ীকে অহেতুক মারধর, এএসআই সাময়িক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ব্যবসায়ীকে অহেতুক মারধর, এএসআই সাময়িক বরখাস্ত

ঢাকা: ব্যবসায়ীকে অহেতুক মারধরের ক‍ারণে রাজধানীর যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবজেলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।  

ঢাকা মহানগরের ওয়ারী বিভাগের ডেমরা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়রুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনার প্রাথমিক তদন্তে যাত্রাবাড়ী থানার এএসআই রবজেলের ব্যবহারে ত্রুটি পাওয়া গেছে।

সে অহেতুক ব্যবসায়ী ইকবালের সঙ্গে দুব্যবহার করেছে।  

এ কারণে তাকে সাময়িকভাবে ববখাস্ত করা হয়েছে বলেও জানান এসি ইফতেখায়রুল।

এর আগে, বিকেল ৩টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার অপর পাশে থাকা ভাই ভাই ইলেকট্রনিকসের দোকানে এএসআই রবজেল একটি ব্যাগ রাখতে চেয়েছিল। কিন্তু দোকানি তা রাখতে রাজি না হলে তাকে দোকান থেকে টেনে থানার ডিউটি অফিসারের কক্ষে নিয়ে মারধর করেন রবজেল।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসজেএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।