ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ১৩ হাজার ইয়াবাসহ ২ ভাই আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
নওগাঁয় ১৩ হাজার ইয়াবাসহ ২ ভাই আটক 

নওগাঁ: নওগাঁয় ১৩ হাজার ৩শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা দুই ভাইকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দী এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন- নওগাঁর পত্নীতলা উপজেলার হেলেঞ্চা ডাংগী গ্রামের মৃত কফিল উদ্দিনের দুই ছেলে হারুন অর রশিদ (৩৩) ও ইউসুফ (২৫)।

 

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার শামিম হোসেন বাংলানিউজকে জানান, র‌্যাবের একটি আভিযানিক দল ভোরে বরুনকান্দী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে ১৩ হাজার ৩শ' পিস ইয়াবা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।