ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরীতে ২০০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ধলেশ্বরীতে ২০০ কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা জব্দ করেছে পাগলা কোস্টগার্ড সদস্যরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো জব্দ করা হয়।  

পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্লাহ (বিএন) বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী নদীতে অভিযান চালায় কোস্টগার্ড।

পরে এমভি কোকো ১ ও আবে জমজম নামে দু’টি যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হকের কাছে জাটকাগুলো হস্তান্তর করা হলে জেলার ১১টি মাদ্রাসা ও এতিমখানায় তা বিতরণ করা হয়।

জাটকা নিধন প্রতিরোধ নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।