ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ভুয়া এনএসআই সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
সিংড়ায় ভুয়া এনএসআই সদস্য আটক

নাটোর: নাটোরের সিংড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচয় দেয়ায় জোবায়ের হোসেন (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিংড়া পেট্রোল বাংলা এলাকা থেকে তাকে আটক করা হয়। জোবায়ের সিংড়া পৌর এলাকার পেট্রোল বাংলা মহল্লার ইয়াকুব মাস্টারের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে জোবায়েরের বাসায় তাবলীগ জামাতের সাথীরা দাওয়াত দিতে গেলে তার সঙ্গে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি এনএসআই-এর সদস্য পরিচয় দিয়ে তাদের হুমকি-ধামকি দেন। এসময় তাবলীগ জামাতের সাথীদের সন্দেহ হলে তারা কৌশলে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় ওই এলাকার বাসিন্দা ও তাবলীগ জামাতের সাথী সামিউল বাদী হয়ে তার বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, সরকারি অফিসার হিসেবে পরিচয় দেয়ার অপরাধে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।