ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘নারীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
‘নারীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়’ মা সমাবেশে বক্তব্য রাখছেন এমপি আফিল উদ্দিন। ছবি: আজিজুল হক

বেনাপোল (যশোর): নারীরা দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক। এই নারীদের পিছিয়ে রেখে কখনোই উন্নয়ন সম্ভব নয়। কারণ, একজন শিক্ষিত মায়ের অবদান অপরিসীম, বললেন যশোর এক আসনের (শার্শা) সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোল পৌরসভার পোড়াবাড়ি নারানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মা সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন এমপি আফিল উদ্দিন।

তিনি অনুষ্ঠানে উপস্থিত মা’দের উদ্দেশ্যে বলেন, আজ আপনাদের সন্তানকে শিক্ষিত করতে পারলে আগামীতে তারা শিক্ষিত অভিভাবক হবে।

বিশেষ করে একটি পরিবারের মা শিক্ষিত হলে তার সন্তানও শিক্ষিত হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা টেলিভিশন দেখে বিদ্যুৎ অপচয় করবেন না। বরং, ওই মূল্যবান বিদ্যুৎ সন্তানের লেখাপড়ার কাজে ব্যবহার করুন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমানতালে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের প্রধান মন্ত্রী।  
উৎসব মুখর মা সমাবেশ।  ছবি: আজিজুল হক

এদিকে শত শত মায়ের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে মা সমাবেশ। এবারই প্রথম এরকম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের অনেকেই।  

পোড়াবাড়ি নারানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী খাজিদা আক্তার শ্যামলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ওহিদ, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এনএইচটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।