ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে গণপরিবহনে তল্লাশি, বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
না.গঞ্জে গণপরিবহনে তল্লাশি, বিজিবি মোতায়েন না.গঞ্জে গণপরিবহনে তল্লাশি, বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জের প্রশাসন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে কাঁচপুর সেতু এলাকার ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ঢাকামুখী গণপরিবহনগুলোতে চলছে তল্লাশি। এছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা ট্রেনেও চলছে তল্লাশি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সন্ধ্যার পর থেকে নারায়ণগঞ্জে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশ, র‌্যাব ও বিজিবি টহল দেবে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সচেষ্ট আছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।