ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
বানিয়াচংয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পচা-বাসি খাবার বিক্রি, ওজনে কম দেয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রির অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

সহকারী পরিচালক মাসুদ বাংলানিউজকে বলেন, বিকেলে উপজেলার বড় বাজারে ২০টি দোকানে অভিযান চালানো হয়।

এসময় পচা-বাসি খাবার বিক্রি, ওজনে কম দেয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রির অপরাধে মডার্ন কসমেটিকসকে দুই হাজার টাকা, জয় গুরু মিষ্টি ঘরকে দুই হাজার টাকা, মদিনা হোটেলকে এক হাজার টাকা এবং আহমদ মেডিকেল হলকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।