ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
বালিয়াকান্দিতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে স্মৃতি আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এসময় বাল্যবিয়ে করতে আসার অপরাধে বর মো. রওশন মোল্লাকে (২৪) ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঠেঙ্গাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্মৃতি নবাবপুর ইউনিয়নের ঠেঙ্গাবাড়িয়া গ্রামের দুবাই প্রবাসী মো. ফারুখ হোসেনের মেয়ে।

সে সদাশিপুর ঘোড়ামারা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। বর রওশন একই ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মো. লিটন মোল্লার ছেলে।

ইউএনও মাসুম রেজা বাংলানিউজকে বলেন, বিকেলে নবাবপুর ইউনিয়নের ঠেঙ্গাবাড়িয়া গ্রামে মাদ্রাসাছাত্রী স্মৃতি আক্তারের সঙ্গে রওশন মোল্লার বাল্যবিয়ের আয়োজন চলছিল। স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তায়েব-উর-রহমান আশিক ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানমকে ঘটনাস্থলে পাঠাই।

পরে বর-কনে এবং বরের বাবা ও কনের মাকে ইউএনও কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর রওশন মোল্লা ও তার বাবা লিটন মোল্লার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি স্মৃতিকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না মর্মে তার মায়ের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।