ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বিশেষ অভিযানে আটক ৬৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
দিনাজপুরে বিশেষ অভিযানে আটক ৬৫

দিনাজপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা রোধে দিনাজপুরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২১ জন নেতাকর্মীসহ মোট ৬৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিএসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আল আহসান হাবিব চৌধুরী বাংলানিউজকে জানান, নাশকতা রোধে বিশেষ অভিযানে আটক ব্যক্তিদের দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।

নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি বিজিবি ও র্যাব সদস্যদের নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা টহল দিচ্ছেন বলেও জানান মাসুদ আল আহসান হাবিব।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।