ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কাকরাইলে বিএনপির ইট-পাটকেল, পু‌লি‌শের ফাঁকা গু‌লি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
কাকরাইলে বিএনপির ইট-পাটকেল, পু‌লি‌শের ফাঁকা গু‌লি কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের অবস্থান। ছবি: বাংলানিউজ

কাকরাইল থেকে: রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছে। তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশও।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতের দিকে যাওয়ার পথে রমনা পার হওয়ার সময় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার আগে এ ঘটনা ঘটে।

‘জিয়া এতিমখানা তহবিল’ দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে বৃহস্পতিবার।

এজন্য অস্থায়ী বিশেষ আদালতে যাচ্ছেন খালেদা জিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদার গাড়িবহর কাকরাইলের কাছ দিয়ে রমনা এলাকা পার হওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা বহরে যোগ দিতে গেলে বাধা দেয় পুলিশ। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। জবাবে জলকামান নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশও।

১টা ২০ মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত খালেদা জিয়ার গাড়িবহর মৎস্য ভবন মোড় অতিক্রম করেছে খালেদা জিয়ার গাড়িবহর।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসএ/এমএজেড/পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।