ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সায়েদাবাদ ছাড়ছে না দূরপাল্লার বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
সায়েদাবাদ ছাড়ছে না দূরপাল্লার বাস

সায়েদাবাদ থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘিরে সবার মধ্যে আতংক বিরাজ করছে। ফলে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়ছে না দূরপাল্লার বাস। অনেকটা যাত্রী শূন্য হয়ে পড়েছে দেশের অন্যতম আন্তঃনগর বাস টার্মিনালটি।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ দৃশ্য দেখা গেছে।

এদিন সকালে দেখা গেছে টার্মিনালের ভেতর-বাইরে হাজার হাজার বাস দাঁড়িয়ে আছে।

মালিক সমিতির সভাপতি, সেক্রেটারিসহ নেতারা সতর্কতার সঙ্গে বাস চালাতে নির্দেশ দিয়েছেন বলে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে।

টার্মিনালে দেখা যায় সকাল থেকে ঢাকা থেকে সিলেটগামী হানিফ, শ্যামলী, এন পি পরিবহন, এসআর, মিতালী, মামুন পরিবহন কাউন্টার; ঢাকা থেকে খুলনাগামী  সুন্দরবন, পর্যটক, হামীম, সুগন্ধা, আরাফাত  পরিবহন এবং চট্টগ্রামগামী হানিফ, সোহাগসহ বেশির ভাগ পরিবহনের কাউটার বন্ধ ছিলো। তবে সেগুলো সকাল ১০টার পর খোলা হয়েছে।  

সিলেটগামী এনপি পরিবহনের মালিক আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, রাস্তাঘাট ফাঁকা, যাত্রী নেই, আজ দিনে বাস ছাড়া হবে না। তিনি বলেন, খালেদা জিয়ার রায় দেখে রাত ১০টার পর বাস ছাড়া হবে।

ঢাকা-কক্সবাজারগামী হানিফ পরিবহনের ম্যানেজার বাংলানিউজকে বলেন, সকাল ৯টা পর্যন্ত প্রতিদিন ৯-১০টা গাড়ি চলেঅ কিন্তু আজ ২টি গাড়ি গেছে। তিনি বলেন, লোক নেই তাই বাসও চলে না।

সায়েদাবাদ মালিক সমিতির সভাপতি আবুল কালাম বাংলানিউজকে বলেন, রাস্তায় যাত্রী নেই। তাই গাড়ি চলে না। মালিক সমিতির পক্ষ থেকে বাস চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। কিন্তু যাত্রী নেই, তাই বাস চলছে না।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।