ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রায়ের পর গুলশানে নিরাপত্তা জোরদার

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
রায়ের পর গুলশানে নিরাপত্তা জোরদার টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা/ছবি: বাংলানিউজ

গুলশান থেকে: খালেদা জিয়ার রায় ঘোষণার পরপরই গুলশান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে রায় ঘোষণার পরই গুলশান এলাকায় পুলিশের গাড়ির পেছনে ভারি অস্ত্র বহনকারী এপিসি নিয়ে টহল দিতে দেখা গেছে।

মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম নেতৃত্বে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়।

 

গুলশান-১ থেকে গুলশান-২ হয়ে খালেদা জিয়ার বাসা পর্যন্ত রাস্তায় ২/১ টি গাড়ি চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।