ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে স্বেচ্ছাশ্রমে কোদালিছড়া খাল খনন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
মৌলভীবাজারে স্বেচ্ছাশ্রমে কোদালিছড়া খাল খনন কোদালিছড়ায় স্বেচ্ছাশ্রমে পুনঃখনন কাজ চলছে

মৌলভীবাজার: জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে শহরের পানি নিষ্কাশনের প্রধান খাল কোদালিছড়া পুনঃখনন কাজ শুরু করেছে শহরবাসী।

পাশাপাশি ময়লা-আবর্জনা ফেলে খালটি যেন ফের ভরাট না করা হয় সেজন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণাও চালানো হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।

জেলার শতাধিক সমাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে এ খনন কাজে অংশগ্রহণ করে।  
এর আগে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির সভাপতি কামাল হোসেন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

জানা যায়, এ খালটি পুনঃখননে ৭টি দলে প্রায় সহস্রাধিক স্বেচ্ছাশ্রমী অংশগ্রহণ করে। ৭টি দলের মধ্যে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ সুপার, পৌরসভা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি, বিজনেস ফোরাম ও জেলা ক্রীড়া সংস্থা। প্রত্যেক দল একযোগে নির্দিষ্ট এলাকায় পরিষ্কার ও পুনঃখনন কাজ শুরু করে।

এছাড়া খালটিতে ময়লা-আবর্জনা ফেলে ভরাট না করতে খালের দু'পাশে বসবাসরত মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চলানো হয়।

কোদালিছড়া খাল খননের আগে ৠালি ও খালের আবর্জনা পরিষ্কার করা হচ্ছেএ ব্যাপারে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন বাংলানিউজকে বলেন, কোদালিছড়া এ শহরের মানুষের জন্য একটি বড় সমস্যা। পৌর নাগরিকদের অসচেতনতার কারণে ময়লা-আবর্জনা ফেলায় সেটি ভরাট হয়েছে। তাই সেই নাগরিকদের নিয়েই খালটি পুনঃখনন করে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। যাতে পরবর্তীতে খালটি ভরাট না হয়।

এদিকে গত ১৭ জানুয়ারি উদ্বোধন হওয়া কোদালিছড়ার ২ মেয়াদের পুনঃখনন কাজটিও চলমান রয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সিলেট বিভাগ ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের অধীনে কাজটি বাস্তবায়ন হচ্ছে। এছাড়া পৌরসভার নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে খালটি পুনঃখনন কাজ এগিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, পৌরবাসীর জলাবদ্ধতার প্রধান কারণ ছিল কোদালিছড়া খালটি। আমরা এ খালটির খনন কাজ প্রায় শেষ করেছি। শহরের মধ্য দিয়ে প্রবাহিত অংশ আজ নাগরিকদের নিয়ে খনন করা হচ্ছে। এতে করে মৌলভীবাজার শহর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্ত থাকবে বলে আমাদের আশা।

উল্লেখ্য, কোদালিছড়া খাল মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা এবং খালের বিভিন্ন অংশ দখলের কারণে খালটি সংকুচিত হওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই কোদালিছড়া খননের জন্য অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন সচেতন নাগরিক।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।