ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে সোয়া ৩ কোটি টাকার মাদক ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ফুলবাড়ীতে সোয়া ৩ কোটি টাকার মাদক ধ্বংস ধ্বংস করা মাদকদ্রব্য (ছবি: বাংলানিউজ)

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় সোয়া ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে প্রায় ঘণ্টাব্যাপী এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় দিনাজপুর সেক্টর কমান্ডর কর্নেল মো. আনিসুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুস সালাম চৌধুরী, ফুলবাড়ী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. গোলামরব্বানী, দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মো. আনিসুল হক (এসি) অধিনায়ক জয়পুরহাট, দিনাজপুর বিজিবির ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আব্দুল হান্নান খান, দিনাজপুর বিজিবির অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর এ এস এম রবিউল হাসান।

বিজিবি সূত্রে জানা যায়, ফুলবাড়ী বিজিবি-২৯ ব্যাটালিয়নের গত বছরের ১ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জব্দকৃত ৩ কোটি ২৯ লাখ ৪৯ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।