ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী আইএফএডি-এর ৪১তম গভর্নিং কাউন্সিলে যোগ দিতে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোম থেকে: আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) ৪১তম গভর্নিং কাউন্সিলে যোগ দিতে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করতে রোম থেকে ভ্যাটিকান সিটি সফরেও যাবেন তিনি।

স্থানীয় সময় রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিট) লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে সকাল ১০টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩ ফ্লাইটে রোমের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রেসিডেন্ট গিলবার্ট এফ হিউংবোর আমন্ত্রণে সংস্থাটির গভর্নিং কাউন্সিলে যোগ দিতে যাচ্ছেন শেখ হাসিনা। কাউন্সিল সভার উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার, আইএফএডির সহ-সভাপতি ক্লাউডিয়া রিকটার ও ইতালি সরকারের প্রতিনিধিরা।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল পার্ক দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে যান।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী সরকারি সফরে ভ্যাটিক্যান সিটিতে যাবেন। সেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন  বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক।

রাতে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আইএফএডির সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আইএফএডি গভর্নিং কাউন্সিলের ৪১তম সভায় যোগ দেবেন। রাতে তিনি হোটেলে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত সভায় যোগ দেবেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে ইতালি ছাড়বেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আবুধাবীতে অবস্থান করে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।
১৯৭৪ সালে বিশ্ব খাদ্য সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় ১৯৭৭ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত আর্থিক সংস্থা হিসেবে আইএফএডি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি মূলত কৃষিক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সামগ্রিক জীবনমান উন্নয়নে কাজ করে।

‘স্বল্প স্থায়ী থেকে দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতা: টেকসই গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ’ –এই প্রতিপাদ্য নিয়ে এবারের আইএফএডির গভর্নিং কাউন্সিল।

এই আলোকে আইএফএডি–এর সদস্য দেশগুলো কৃষিক্ষেত্রে বিশেষ করে ক্ষুদ্র  ও  মাঝারি কৃষকদের জীবনমান উন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় নতুন এবং উদ্ভাবনী সমাধানের উপায় বের করতে অভিজ্ঞতা বিনিময় ও  আলোচনা করবে।

এছাড়া এই সভায় পল্লী যুব উন্নয়ন এবং নারীর অধিকতর ক্ষমতায়নের লক্ষ্যে  বিনিয়োগ এবং অংশীদারিত্বমূলক সহযোগিতার ওপর গুরুত্ব  দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

** ইতালির পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এমইউএম/পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।