ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাজিম উদ্দিন রোডে হেঁটে চলাচলে শিথিলতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
নাজিম উদ্দিন রোডে হেঁটে চলাচলে শিথিলতা নাজিম উদ্দিন রোডে সাধারণ জনগণের চলাচল ও তল্লাশি-ছবি: জি এম মুজিবুর

নাজিম উদ্দিন রোড কারাফটক থেকে: চারদিন পর পুরোনো ঢাকার নাজিম উদ্দিন রোডে সাধারণ জনগণের হেঁটে চলাচলে শিথিলতা আনা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নাজিম উদ্দিন রোডের মাক্কুশা মাজার থেকে বেগমবাজার মোড় পর্যন্ত হেঁটে চলাচল করা যাচ্ছে। তবে এ রোডে রিকশাসহ কোনো রকম যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।

গাড়ি রেখে যারা পায়ে হেঁটে যাচ্ছেন তাদের কারো কাছে ব্যাগ থাকলে তল্লাশি করা হচ্ছে।

মাক্কুশা পয়েন্টে দায়িত্বে থাকা ডিএমপির এসি বজলুর রশীদ বাংলানিউজকে বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে মাক্কুশা মাজার মোড় থেকে বেগমবাজার মোড় পর্যন্ত রাস্তায় সব রকমের চলাচলে নিষেধাজ্ঞা ছিল। সোমবার সকাল থেকে জনগণের চলাচলে কিছুটা শিথিলতা আনা হয়েছে। তবে এখনো যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এ সময় মাক্কুশা মাজার মোড় থেকে একটি অ্যাম্বুলেন্স যেতে চাইলে ফিরিয়ে দেয় পুলিশ।

উল্লখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সেদিন থেকে এ সড়কে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এমএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।