ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ৩ দোকানে আগুন, ১৫ লাখ টাকা ক্ষতি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
টঙ্গীতে ৩ দোকানে আগুন, ১৫ লাখ টাকা ক্ষতি 

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর ঝিনু মার্কেটে তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। 

রোববার (১১ ফেব্রুয়ারি) দিনরাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন পাশে একটি ফার্মেসি ও একটি টেইলাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।  

ততক্ষণে আগুনে ফার্মেসি ও টেইলাসে তেমন ক্ষতি হয়নি। তবে মুদি দোকানে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।