ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ৪ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
নওগাঁয় ৪ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ: নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে আত্রাইয় থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

সোমবার (১১ ফ্রেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- সদর উপজেলার কুমাইগাড়ীর সবুজ হোসেনের স্ত্রী রিংকি বেগম (২৫), ধামইরহাট উপজেলার রাংগালঘাট গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আলতাব হোসেন (৩২), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার গোবিন্দনগর গ্রামের আব্দুস সাত্তরের ছেলে রনি (২৫) ও একই গ্রামের ফজলুল হকের ছেলে ফিরোজ মিয়া (২০)।

জানা যায়, কুমাইগাড়ী নিজ বাড়ি থেকে দুই গ্রাম হেরোইনসহ রিংকি বেগমকে আটক করা হয়। অন্যদিকে, রাংগালঘাট গ্রামে নিজ বাড়ি থেকে ১৩ বোতল ফেনসিডিলসহ আলতাব হোসেনকে (৩২) আটক করা হয়।  

অপরদিকে, আত্রাইয় উপজেলার সিংসাড়া এলাকা থেকে ৩২০ পিস ইয়াবাসহ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার গোবিন্দনগর থেকে রনি ও একই গ্রামের ফজলুল হকের ছেলে ফিরোজ মিয়াকে আটক করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক এবং আত্রাইয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।