ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে অটোরিকশা চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
বিজয়নগরে অটোরিকশা চাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি চালিত অটোরিকশার চাপায় মো. তাসফি আহমেদ নামে (৫) একটি শিশু  নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার সিংগারবিল ইউনিয়নের দৌলতবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাসফি সিংগারবিল মধ্যপাড়া এলাকার মজনু মিয়ার মেয়ে।

সে দৌলতবাড়ী কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় বিজয়নগর থেকে আখাউড়াগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।