ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া ঘাট থেকে ৩০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
শিমুলিয়া ঘাট থেকে ৩০ মণ জাটকা জব্দ জব্দকৃত জাটকা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রীবাহী পাঁচটি বাস থেকে ৩০ মণ জাটকা জব্দ করেছে লৌহজং মৎস্য অফিস ও কোস্টগার্ড সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। অভিযান শেষে দুপুর ১টার দিকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় জাটকাগুলো বিতরণ করা হয়।

লৌহজং মৎস্য অফিসের সহকারী মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার বাংলানিউজকে জানান, বনফুল পরিবহন, অন্তরা পরিবহন, হামিম পরিবহন এবং বেপারী পরিবহনের দুইটি যাত্রীবাহী বাস থেকে জাটকাগুলো জব্দ করা হয়। এসময় এর সঙ্গে জড়িত কাউকে না পাওয়ায় আটক করা যায়নি।

বাসগুলো ফেরি পারের অপেক্ষায় ছিল, তল্লাশি শেষে নির্দিষ্ট গৌন্তব্যে চলে যায়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন, মাওয়া কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তা নাছিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইকবাল হোসেন, মৎস্য অফিসের অফিস সহকারী সেলিম ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।