ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

এনায়েতপুরে হেরোইনসহ বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এনায়েতপুরে হেরোইনসহ বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে ৩০ গ্রাম হেরোইনসহ সাহেদ আলী শেখ (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন। সাহেদ এনায়েতপুর থানার চর বেতিল গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন এর নেতৃত্বে এনায়েতপুরের চর বেতিল গ্রামে অভিযান চালানো হয়। এসময় ৩০ গ্রাম হেরোইনসহ সাহেদকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।