ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে প্রশ্নপত্রসহ অভিভাবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
ময়মনসিংহে প্রশ্নপত্রসহ অভিভাবক আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় পরীক্ষা শুরুর আগে ফাঁসকৃত এসএসসির পদার্থ বিজ্ঞানের প্রশ্নপত্রসহ সবুজ (৩৫) নামে এক অভিভাবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৪ মিনিটে উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২ নং গেটের সামনে থেকে প্রশ্ন ও উত্তরপত্রসহ তাকে আটক করা হয়। আটক সবুজ গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা।

দুপুরে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক অভিভাবক সবুজ ওই কেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় সবুজকে ডাকলে তিনি দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করে মোবাইলে এসএসসির ফাঁসকৃত পদার্থ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তরপত্র পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।