ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে ২ শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
উল্লাপাড়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে ২ শিক্ষককে অব্যাহতি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই মৌলভী শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান তাৎক্ষণিক তাদের অব্যাহতির নির্দেশ দেন।

শিক্ষকরা হলেন-উপজেলার চৌবিলা দাখিল মাদ্রাসার মৌলভী শিক্ষক মনিরুজ্জামান ও গোলকপুর ফাজিল মাদ্রাসার মৌলভী শিক্ষক হাবিবুল্লাহ।

উল্লাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় শারীরিক শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে কর্তব্যে অবহেলার কারণে দু’জন সহকারী মৌলভী শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

কেন্দ্র সচিব আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে কেন্দ্র পরিদর্শনে আসেন পরীক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। এসময় অবহেলার অভিযোগ এনে ওই দুই শিক্ষককে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।