ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ৩ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
নাটোরে ৩ মাদক বিক্রেতা আটক

নাটোর: নাটোরে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের কোরিয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- শহরের কান্দিভিটা এলাকার মৃত জবান শাহর ছেলে রিপন (৩০), রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে রবিউল ইসলাম (৩২) ও থানাপাড়া এলাকার মৃত মন্টুর ছেলে বিটুল ওরফে দেলেমান (৩৬)।


 
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আলমঙ্গীর পাশা বাংলানিউজকে জানান, আটকরা সবাই মাদক ব্যবসা ও নেশার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কের কোরিয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ রিপনকে আটক করা হয়। অপরদিকে, তিন গ্রাম হেরোইনসহ রবিউল ও বিটুলকে আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে নাটোর সদর থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।