ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার ময়মনসিংহ জেলা। ছবি- সংগৃহীত

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নিখোঁজের ৪ দিন পর মোখলেছুর রহমান (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাক্তা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে বাড়ির পাশের কূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মোখলেছ ওই গ্রামের ভ্যান চালক আশরাফ আলীর ছেলে।

 

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, প্রতি বছর স্থানীয় সাবু মণ্ডলের বাড়িতে ওরস উদযাপিত হয়। এ ওরসে গিয়ে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) নিখোঁজ হয় মোখলেছ। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে না পেয়ে গত সোমবার (১২ ফেব্রুয়ারি) বাবা আশরাফ আলী ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।  

মরদেহ উদ্ধারের পর ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, মরদেহে কোন আঘাতের চিহ্ন নেই। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময় ১০০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮ 
এমএএএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।