ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুত্রাপুরে যুবক গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
সুত্রাপুরে যুবক গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর সুত্রাপুরের লক্ষ্মীবাজার এলাকায় ওয়াসিম (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ওয়াসিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে ওয়াসিম সুত্রাপুর ধুপখোলা এলাকায় থাকে গার্মেন্টস অ্যাক্সোসারিজের ব্যবসা করেন।

গুলিবিদ্ধ ওয়াসিম বাংলানিউজকে বলেন, সদরঘাটে অফিস থেকে পায়ে হেঁটে বাসায় ফিরচ্ছিলাম। পথে লক্ষ্মীবাজার বিউটি বোর্ডিং গলিতে গেলে হঠাৎ একটি গুলি এসে ডান পায়ে লাগে। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে এনে ভর্তি করেন।

হাসপাতালে পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ওয়াসিম ঢামেকে চিকিৎসাধীন।  চিকিৎসকরা এক্সেরে করে তার পায়ের ভেতরে কোনো গুলি পায়নি। তবে গুলিটি বেরিয়ে যেতে পারে। সুত্রাপুর থানাকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।