ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
কিশোরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যান্ট এম শোভন খান বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে বুধবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল পুরাতন মাঠের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন-গাগলাইল এলাকার মো. আব্দুর রশিদের ছেলে মো. মামুন মিয়া (৩৫) এবং মৃত শহিদুল্লাহর ছেলে মো. ওবায়দুল হক ওরফে হৃদয় (২০)।

সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যান্ট এম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গাগলাইল পুরাতন মাঠের বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ মামুন ও হৃদয়কে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।