ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাসিরনগরের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
নাসিরনগরের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রার্থীরা দলের নিজ নিজ নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী রেজওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী আশরাফুল হক।

জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান জানান, পাঁচটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৫৯৯ জন। আগামী ১৩ মার্চ এ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।