ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
বুড়িগঙ্গায় ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে ডুবে মো. শান্ত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পাগলা ঘাট বরাবর বুড়িগঙ্গার মাঝ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শান্ত তার চার বন্ধু রুবেল, সফিকুল, রাব্বি ও মেহেদী হাসান শুভ’র সঙ্গে নদীতে নৌকা করে ঘুরতে বের হয়।

এসময় শান্ত নদীতে পরে গেলে ওর বন্ধুরা তার পরিবারের লোকদের খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপস্থিত হয়। বিকেলে শান্ত’র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শান্ত’র বাবা মো. শফিকুল ইসলাম রতন বাংলানিউজকে বলেন, শান্ত পাগলা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা শাখা থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।