ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
মৌলভীবাজারে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

মৌলভীবাজার: মৌলভীবাজারের মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে বিশেষ অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধ মেশিন জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার দুর্লবপুর থেকে মনু ব্যারেজ এলাকা পর্যন্ত মনু নদীর দু'পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।  

অভিযানে অবৈধ একটি বাল্কহেট জব্দ ও পাঁচটি ড্রেজিং মেশিন বিনষ্ট করা হয়।

এছাড়া এসময় বিপুল পাইপ ও স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।  

এসময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী রণন্দ্র সংকর চক্রবর্তী প্রমুখ।  

ইউএনও মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মধ্যে পড়েছে মৌলভীবাজার জেলা শহর ও আশপাশের গ্রামগুলো। বর্ষায় নদীর পার ভেঙ্গে ঘটে যেতে পারে বড় ধরনের বিপর্যয়। নিয়ম অমান্য করে বালু উত্তোলন বন্ধ করতে এ অভিযান চালানো হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।