ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

কক্সবাজার: কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ায় বাচামিয়ার ঘোনায় ছোট ভাই আতিকুর রহমান (২০) এর ছুরিকাঘাতে বড় ভাই হাবিবুর রহমান (২২) খুন হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  

নিহত হাবিবুর ওই এলাকার মো. আলমের ছেলে।

নিহতের মা রেজিয়া বেগম বলেন, আমার ছোট ছেলে হোসাইন (১১) সন্ধ্যার পর ঘরের বাইরে খেলা করছিল। এ জন্য আমার বড় ছেলে হাবিবুর মারধর করে হোসাইনকে। এতে মাথায় আঘাত পান সে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠাই। আমার মেঝো ছেলে আতিকুর তার বড় ভাই হাবিবুরের কাছে মারধর করার কারণ জানতে চাইলে বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আমার মেঝো ছেলের ছুরিকাঘাতে বড় ছেলে হাবিবুর ঘটনাস্থলে মারা যায়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘাতককে ধরতে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।