ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে পুলিশ কর্মকর্তার পুত্রবধূর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
খিলগাঁওয়ে পুলিশ কর্মকর্তার পুত্রবধূর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ানে পুলিশের অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি আমির হোসেন পাটোয়ারীর পুত্রবধূ রাজিয়া সুলতানা রিয়ার (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে, আত্মহত্যার প্ররোচনা কি না, তা জানার জন্য রাজিয়ার স্বামী আবির ও তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

রাজিয়ার চাচা আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছি। তবে রাজিয়া আত্মহত্যা করতে পারেন না।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।