ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সহ-সভাপতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সহ-সভাপতি নিহত

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুজিবনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি রুস্তম আলী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার দফরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের হাসমত আলী, সোলেমান হোসেন ও শাহ আলম।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, রুস্তম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় দফরপুর গ্রামের মোড়ে পৌঁছলে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে অপর মোটরসাইকেলের তিনজনসহ রুস্তম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে রুস্তমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং বাকিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।