ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
বেনাপোলে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র জব্দ জব্দ হওয়া আগ্নেয়াস্ত্র। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বন্দরনগরী বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই আগ্নেয় অস্ত্র ও গুলি জব্দ করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের একটি বাগানে নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে কয়েকজন একত্রিত হয়েছেন।

পরে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি আগ্নেয় অস্ত্র গুলি জব্দ হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত আগ্নেয় অস্ত্রও গুলি বেনাপোল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।