ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ডাকাত আটক র‌্যাবের হাতে আটক ডাকাত সদস্য/ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।

আটক ডাকাত কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি ৫ এর মৃত আমিন উল্লাহর ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (৩২)।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।