ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বাসচাপায় অজ্ঞাত যুবক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
সাভারে বাসচাপায় অজ্ঞাত যুবক নিহত

সাভার (ঢাকা): সাভারে যাত্রীবাহী একটি বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (২০) এক যুবক নিহত হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকার রাবেয়া ক্লিনিকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই যুবক মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় তাকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ বাংলানিউজকে বলেন, ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে । এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।