ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ৬ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
নাটোরে ৬ দিনব্যাপী বই মেলার উদ্বোধন নাটোরে ৬ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

নাটোর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে ছয় দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহরের কানাইখালি স্টেডিয়ামে বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

জেলা প্রশাসনের আয়োজনে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক ডা. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান ভুইয়া , নাটোর পৌরসভার মেয়র উমা চোধূরী জলি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু, জেলা শিশু একাডেমির উপ-পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।