ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সখীপুরে ২ ছাত্রীকে বহিষ্কার, ৪ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
সখীপুরে ২ ছাত্রীকে বহিষ্কার, ৪ জনকে জরিমানা

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই ছাত্রীকে বহিষ্কার এবং মোবাইল ফোন নিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে চার জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত তাহেরা সখীপুর পিএমপাইলট স্কুল অ্যান্ড কলেজ ভেন্যুতে পরীক্ষা দিতে আসা ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় মোবাইল ফোনে প্রশ্ন ও উত্তরপত্র ব্যবহারের অপরাধে দুই ছাত্রীকে বহিষ্কার করা হয়ছে।

অন্যদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করার দায়ে চার ব্যক্তিকে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আরিফ হোসেন, আমিনুল ইসলাম, বুলবুল হোসেনকে ২০০ টাকা এবং ফারুক মিয়াকে ৫০ টাকা জরিমানা করা হয়। তারা বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত তাহেরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।