ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দু’টি কাভার্ডভ্যানের চাপায় বিল্লাল হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সোনারগাঁওয়ের কাঁচপুর থেকে মদনপুরে যাওয়ার পথে দ্রুতগামী দু’টি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাহ কাঁচপুর ইউনিয়নের বুড়িবাড়ী গ্রামের হেলালউদ্দিন ব্যাপারীর ছেলে।

আহত দু’জনের নাম রুপম ও খলিল।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বাংলানিউজকে বলেন, দু’টি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। বাকি দু’জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

কাভার্ডভ্যান দু’টিকে খোঁজ করে আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।