সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ভেড়ামার-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়াদ আলী জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, দুপুরে জুয়াদ আলী ভেড়ামারা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে সাতবাড়িয়া ডাকেরবাড়ি এলাকায় ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা ষোলদাগ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসআই