ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিশু হত্যায় কক্সবাজারে ২ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
শিশু হত্যায় কক্সবাজারে ২ জনের যাবজ্জীবন

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার শিশু কলি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ছিদ্দিক আহমেদের ছেলে আবু আলম মনিক্যা ও আবুল কালামের ছেলে আব্দুল গফুর।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রতিভা দাশ বাংলানিউজকে বলেন, ২০১৪ সালের ২৪ মে পারিবারিক বিরোধের জের ধরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা মনজুর আলমের আট বছর বয়সী ছেলে আবু রাহাম কলিকে পার্শ্ববর্তী কচুবনিয়া লেবু বাগানে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় নিহতের স্বজন তৈয়বা বেগম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুই জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আসামি পক্ষের অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক বাংলানিউজকে বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
টিটি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।