ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ

ঢাকা: রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সোহাগ (৩৭) নামে পুলিশের এক সহকারী উপ পরিদর্শকের (এএসআই) লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোহাগ মাদারীপুর জেলার শিবচড় থানার দত্তপাড়ায় অবস্থিত তদন্তকেন্দ্রের এএসআই হিসেবে কর্মরত আছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন পথচারীরা।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, এএসঅাই সোহাগ সরকারি কাজে ঢাকায় আসছিলেন। মাওয়া ঘাট থেকে বাসে করে ঢাকায় আসার পথে চলন্ত বাসেই তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পরেন। বাসটি গুলিস্তানে আসলে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন পথচারীরা।

তিনি আরো জানান, পুলিশ সদস্য সোহাগের কাছে এক লাখ টাকা ছিলো। ধারণা করা হচ্ছে, তাকে অচেতন করে অজ্ঞান পাটির সদস্যরা ওই টাকা নিয়ে পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।