ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে শিল্পকলা একাডেমির বর্ষপূর্তি উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
রাঙামাটিতে শিল্পকলা একাডেমির বর্ষপূর্তি উদযাপন রাঙামাটিতে শিল্পকলা একাডেমির বর্ষপূর্তি উদযাপন

রাঙামাটি: রাঙামাটিতে শিল্পকলা একাডেমির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

 

জেলা পরিষদের সদস্য ও জেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক মনোয়ারা আক্তার জাহানের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনী আক্তার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভা.) রূপনা চাকমা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।