সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আছিরন ওই গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বাংলানিউজকে জানান, আছিরন ও আলেয়া দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। পরে তাদের অচেতন অবস্থায় পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। এ অবস্থায় তারা মা-মেয়েকে উদ্ধার করে পার্শ্ববর্তী পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এ ব্যাপারে আছিরনের ছেলে আব্দুল গফুর গাজী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসআই