সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলের দিকে জরুরি বিভাগের আমতলী গেট পরিদর্শন করেন তিনি।
এসময় হকারদের উদ্দেশে তিনি বলেন, এই স্মৃতি বিজড়িত আমতলী গেট সম্পর্কে আপনারা জানেন।
পরিচালকের সঙ্গে থাকা অন্য কর্মকর্তাদের তিনি নির্দেশ দেন, গেটটিকে দ্রুত ধুয়ে-মুছে রং করার।
এক প্রশ্নের জবাবে তিনি বাংলানিউজকে বলেন, মেডিকেলের পক্ষ থেকে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে স্থানটিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য।
প্রায় সারা বছর গেটটি থাকে হকারদের দখলে। শুধু একুশে ফেব্রুয়ারি এলেই চলে ধোয়া-মোছা।
ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ এবার উদ্যোগ নিয়েছে শহীদদের স্মৃতিবিজড়িত আমতলী গেট হকারমুক্ত করে রক্ষণাবেক্ষণ করার।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এজেডএস/এএ